নন্দিগ্রাম( বগুড়া) প্রতিনিধি :
বগুড়া নন্দিগ্রাম পৌর ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা পলিনের আজ শুভ জন্মদিন। শনিবার ৩১ শে অক্টোবর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাহালু -নন্দীগ্রাম ৩৯ {বগুড়া ০৪} আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মুসা।
পলিনের শুভ জন্মদিন উপলক্ষে আজ সন্ধায় তার নিজ বাসভবনে কেক কেটে দোয়া করেন মাননীয় এমপি মোহদয়। তিনি পলিনের উজ্জল ভবিশ্যত ও দীর্ঘ আয়ু কামনা করেন।
পলিনের কেক কটা অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, কালাম, রাব্বি, উপজেল ছাত্রদল নেতা জুয়েল, তারেক, পৌর ছাত্রনেতা শাহিন প্রমূখ।