মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে ৬ জন আহত হয়েছে। রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাসার থানার ধুয়াসার গ্রামের কবির হোসেনের সাথে একই গ্রামের শাহালম মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরেই রবিবার সকালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের ছয়জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
আহত কবির হোসেন মিয়া বলেন, ‘সকালে আমরা কয়েকজন কৃষক নিয়ে আমাদের জমিতে চাষ করতে গেলে শাহালম মিয়া ও মাসুদ মাষ্টারে নেতৃত্বে ১৫ থেকে ২০ মিলে আমাদের উপর হামলা চালায়। এসময় পিটিয়ে তারা আমাকেসহ ছয় জনকে গুরতর আহত করে।
চিকিৎসাধীন শাহালম মিয়ার সমর্থকদের সাথে কাথা বলতে চাইলে তারা কোন কথা বলতে রাজি হননি।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ‘সংঘর্ষের কথা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিবেশ শান্ত রয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’