(শাহীন সাজু) স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সিহাব উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ২রা নভেম্বর বিকেলে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফেরদৌস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে শেখের মাড়িয়া রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে তার মৃত্যু ঘটে।