শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অপরাধে ভ্রামযমান আদলত ২ জনের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
২ নভেম্বর( সোমবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার
মহাস্থান মাজারের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। এসময় অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের মুহুর্তে ২ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটকৃত মাদক সেবীরা ট্রাক চালক ও হেলপার।
এসময় অভিযানে সহযোগিতা করেন শিবগঞ্জ থানার এসআই মোহাম্মাদ আলীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।