গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩ নভেম্বর মঙ্গলবার রাতে এসআই খাইরুল ইসলাম , এএসআই রতন রায়সহ অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নাজমুল হক দুলু(৫৫)নামের এক মাদক ব্যবসায়ীকে চকসোহাগা এলাকায় থেকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত নাজমুল হক দুলু উপজেলার চকসোহাগা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে।