মিজু আহম্মেদ শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: শাজাহানপুরে সমবায় অফিস আয়োজিত “বঙ্গবন্ধুর দর্শন -সমবায়ে উন্নয়ন” এ পতিপাদ্যকে ধারন করে শাজাহানপুর উপজেলা উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও নির্বাহী অফিসার মাহমুদা পারভীন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সমবায় কর্মকর্তা ফাতেমা-তুজ জহুরার সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা। আলোচনা শেষে অতিথিরা শ্রেষ্ঠ সমবায়ী ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার প্রদান করেন।
