গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর দিক নির্দেশনায় এসআই খাইরুল ইসলাম , এএসআই কমল রায় , এএসআই ইয়াকুবসহ পৃথক অভিযান চালিয়ে তিনমাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর ওরফে আলমগীর(৩০) এবং গ্রেফতারি পরোয়ানার আসামী মন্টু মিয়া(২৮)কে গ্রোপ্তার করেছে। গোপনসূত্রে খবর পেয়ে ৯ নভেম্বর সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রোপ্তার করা হয়। জাহাঙ্গীর ওরফে আলমগীর ভান্ডুরিয়া গ্রামের মোকলেছু
র রহমান ছেলে। অপর ব্যক্তি মন্টু মিয়া আটুইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান আলী ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জনকে গ্রোপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।