নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় মাদারীপুরে শুরু হয়েছে জে এফ এ অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক মহিলা ফুটবল চ্যাম্পিয়িনশীপ-২০২০। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলার আচমত আলি খান স্টেডিয়াম মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজহারুল ইসলাম।
এছাড়া মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান খান, মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা পরিষদের সদস্য নুরজাহান পারুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে। তারা হল, মাদারীপুর জেলা অনূর্ধ্ব-১৪,রাজবাড়ী জেলা,বরগুনা জেলা ও পটুয়াখালী জেলা অনূর্ধ্ব-১৪। খেলার শুরুতেই মাদারীপুর বনাম রাজবাড়ী অনূর্ধ্ব-১৪ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজবাড়ী জেলাকে ০-৪ গোলে মাদারীপুর জেলা পরাজিত করে সেমিফাইলনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় খেলায় পটুয়াখালী জেলাকে ০-৩ গোলে হারীয়ে বরগুনা জেলা পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। টুর্নামেন্টটি নকআউট পদ্ধদ্ধিতে অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল (১১ নভেম্বর) বুধবার দ্বিতীয় দিনের খেলায় যারা অংশগ্রহণ করবেন তারা হলেন, নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ও খুলনা জেলা অনূর্ধ্ব-১৪। টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নিচ্ছে।
মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।