আজ ৯ই ডিসেম্বর। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কন্যা, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত, বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউিএইচও) বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এর ৪৮তম শুভ জন্মদিন। তিনি বর্তমানে দেশের শারীরিক ও মানসিকভাবে অসম্পূর্ণ মানুষদের দুর্ভোগ হ্রাসে ও সচেতনতা তৈরিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। আজ তাঁর শুভ জন্মদিনে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ও কাঠালিয়ার এমপি বিএইচ হারুন।
