(শাহীন আলম সাজু) স্টাফ রিপোর্টারঃ-
নন্দীগ্রাম ব্লাডডোনার ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।
বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয় দিনটিকে। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।[১] ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।[২] এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ভারতেও এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। মহান বিজয় দিবস উপলক্ষে নন্দীগ্রাম ব্লাডডোনার ক্লাবের পক্ষে নন্দীগ্রাম উপজেলা চত্বর এ সকাল সাড়ে ছয় টায় শহীদ মিনারে সালাম শ্রদ্ধা ও ফুল দেয়া শেষে শহীদদের স্বরণে আত্বার মাগফিরাত এর দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ব্লাডডোনার ক্লাবের সাধারণ-সম্পাদক রাব্বি হাসান, ক্লাবের অন্যতম সদস্য শাহীন আলম (সাজু), মিসকাত হোসেন রাসেল, মেহেদী হাসান সৌরভ, দিপ্ত কুমার, মাসুদ রানা, রিফাত হোসেন, আব্দুল মমিন (প্রমুখ)।