কারিমুল হাসান লিখন, ধূনটঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল করিম, শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল
ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক সেলিম রেজা প্রমুখ।