আরমান হোসেন ডলার বিশেষ প্রতিনিধি বগুড়াঃ
Covid-19 জীবানু সনাক্ত করার লক্ষ্যে Divice পদ্ধতিতে নতুন ভাবে Covid-19 টেস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগ চালু করল।
এই পদ্ধতির মাধ্যমে মাত্র ৩০ মিনিটে নির্ণয় হবে পেশেন্ট এর Covid-19 নেগেটিভ বা Positive কিনা।।
প্রাথমিকভাবে Covid-19 এই পদ্ধতিতে নির্ণয় করার জন্য ১,০০০ Divice মাধ্যমে যাত্রা শুরু করল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগ।
সেই উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের ইনচার্জ, মেডিকেল টেকনোলজিস্ট মোজাফফর হোসেন বাদল, মেডিকেল টেকনোলজিস্ট ফয়সাল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট বদিউজ্জামান, এবং মেডিকেল টেকনোলজিস্ট মোঃআরমান হোসেন ডলার