কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বগুড়ার কাহালু উপজেলা বিআরডিবি’র হলরুমে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাতীয় তৃনমূল প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় এবং সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান। ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভুষন, কাহালু থানার এস আই মোছাঃ গুলবাহার খাতুন। কমিটির সদস্য বগুড়া জেলা স্পন্দন প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি রেবেকা আক্তার (রিতা), সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ। ত্রৈমাসিক সভায় সিদ্ধান্ত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অবাধ চলাচলের জন্য নতুন/পুরাতন ভবনে ঢালু সিঁড়ি/র্যাম করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। স্থানীয়/জাতীয় এনজিওতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য জনবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষিত প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হয়।