নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর সকাল ১০টায় ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, তদারকি কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সচিব আব্দুল বাছেদ, ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুস সালাম, হাসেম আলী, আব্দুল গফুর, কামরুজ্জামান, বুলু মিয়া, আমেনা খাতুন ও খাদিজা খাতুন প্রমুখ। মোট ৪৬০ জন ভিজিডি সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।