শাজাহানপুর (বগুড়া) থেকে:– বগুড়ার শাজাহানপুরে মুজিব বর্ষ উপলক্ষে গয়নাকুড়ি ইয়ং স্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে নয়মাইল ইউনাইটেড ক্লাব।
শনিবার বিকেলে গয়নাকুড়ি ফসল শূন্য মাঠে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহবার হোসেন ছান্নু । বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নূরুল আমিন শিশিরের সভাপতিত্বে উক্ত খেলা উদ্বোধন করেন খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান,শাজাহানপুর থানার উপ পরিদর্শক ছাম্মাক হোসেন,খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুুল আলম ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, সাংগঠনিক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হাই সিদ্দিক রনি, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক এস এম বাকী বিল্লাহ,সদস্য শাহাদাত খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব,উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি শামিম রানা,নাজমুস সাকিব, ইয়ং স্টার ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ অসংখ্য ক্রিয়ামতি দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন।
ফাইনালে খেলায় ট্রাইব্রেকারে নয়মাইল ইউনাইটেড ক্লাব নওদাপাড়া একাদশকে ক্লাবে ৫-৩ গোলে পরাজিত করে ।
জাতির পিতা বঙ্গবন্ধু শত জন্ম বার্ষিকী উপলক্ষে গয়নাকুড়ি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে করোনা মহামারি এ বৈশ্বিক সংকটে তরুণদের বিপদগামী হতে দূরে রাখা, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে দেয়া হয়েছে একটি ষাঁড় গরু ও রানার আপ দেয়া হয়েছে খাঁসি।