ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর প্রধান এবং সবচাইতে বড় বাজার ভূরুঙ্গামারী হাটের সবজি ব্যবসায়ীরা বাজারে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।মঙ্গলবার সকালে সরজমিনে ভূরুঙ্গামারী বাজারে গিয়ে একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ড্রেন উপচে পঁচা ও দূর্গন্ধযুক্ত ময়লা পানি এসে কাদায় একাকার হয়ে যায়। ফলে কাদা জলের কারনে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয় বাজারে আগত ক্রেতা- বিক্রেতাগণ কে। দ্র্ধূসঢ়;গন্ধযুক্ত কাদা জলের কারণে ক্রেতারা স্বাভাবিক চলা ফেরা করতে না পারায় ক্রেতার সংখ্যা কমতে থাকে। এতে লোকসান গুনতে হচ্ছিল সবজি ব্যবসায়ীদের । এ বিষয়টি একাধীকবার ভূরুঙ্গামারী হাট বাজার কমিটিকে অবহিত করেও কোন সমাধান না হওয়ায় গত সোমবার বিকেলে সবজির বাজারে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ভূরুঙ্গামারী হাট কমিটির সভাপতি মাহমুদুর রহমান রোজেন বলেন, সমস্যা একটু আছে। তবে গত তিন দিনের টানা বৃষ্টির কারণে তা একটু বৃদ্ধি পেয়েছে। উপজেলা কমিটির আগামি মাসিক মিটিং এ বিষয়টি তোলা হবে। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বলেন- বিষয়টি আমার জানা নেই । তবে হাট বাজার সংস্কারের কাজ অব্যাহত রয়েছ এবং এ বিষয়টি অগ্রাধিকার ভীত্তিতে দ্রূত সংস্কার করা হবে।