শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কর্তব্যরত ডাক্তার জানান, গত ২৭ অক্টোবর সকাল ৮ টায় সময় অজ্ঞাতনামা ২ জন শিক্ষার্থী ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে বলে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিয়ে তারা চলে যায়। বুধবার ভোরে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। লাশটির কোন পরিচয় না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শিবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ থানায় নিয়ে আসে। এব্যাপারে শিবগঞ্জ থানার এসআই- শহিদুল-২ এর সাথে কথা বললে তিনি বলেন, খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসি এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরিণ করি। কিন্তু অজ্ঞাতনামা লাশের পরিচয় না পাওয়া বগুড়া আঞ্জুমান কবর স্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।