শাজাহানপুর (বগুড়া) থেকে:-
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের মাড়িয়া জামে মসজিদে জুম’য়ার নামাযে বক্তব্য রাখেন ও মুসল্লীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন (শাজাহানপুর -গাবতলী) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ জনাব মোঃ রেজাউল করিম বাবলু (এম পি)।
এসময় এম পির সফর সঙ্গী হিসেব উপস্হিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সাধারণ সম্পাদক এন এস সি আনছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ (রন্জু) , এম পির সহকারী রেজাউল করিম, পাভেল প্রমুখ।
