কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ এলাঙ্গী ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ
সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রধান আলোচকের বক্তব্য
দেন বগুড়া জেলা ছাত্রীগের সাধারন সম্পাদক অসিম কুমার রায়। এর আগে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, সিনিয়র সহসভাপতি গোলাম সোবহান, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ তারেক হেলাল, বগুড়া আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ। সম্মেলন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে ১ বছর মেয়াদি কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সোহানুর রহমান অসীম কে সভাপতি সোহেল রানা কে সাধারন সম্পাদক করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয় ।