এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এর সাথে মহাস্থান প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় সদ্য দায়িত্ব প্রাপ্ত ওসি’ সিরাজুল ইসলামের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়৷ এসময় ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ এবং সাংবাদিকের পেশা দেশে সবচাইতে ঝুকিপূর্ণ। সমাজের সকল অন্যায় অবিচার পুলিশ এবং সাংবাদিকদের কারণেই বন্ধ করা সম্ভব হয়। তাই জাতির বিবেক সাংবাদিকেরা আপনাদের লিখনির মাধ্যমে এবং সর্বাত্মক সহযোগীতা করে শিবগঞ্জ থানাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল আইনি আপরাধ মুলক কর্মকান্ড মুক্ত করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সহ সভাপতি আব্দুর রহিম সাজু, সাধারন সম্পাদক এস আই সুমন, যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, সদস্য আমিনুল ইসলাম,আব্দুল বারী, তাহেরা জামান লিপি, আবু বক্কর সিদ্দিক বাদশা প্রমূখ।