কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “ক্ষুদ্র বিনিয়োগের সম্প্রসারণ-গ্রাম বাংলার
উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত
পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মাসব্যাপী সদস্য সংগ্রহ, গ্রাহক এবং বিনিয়োগ বৃদ্ধি, সম্পদের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার বগুড়ার কাহালুর প্রতাপপুর দাস পাড়া হযরত আয়শা (রা) কেন্দ্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
কাহালু শাখার আয়োজনে আরডিএস (ক্ষুদ্র বিনিয়োগ) ক্যাম্পেইন অনুষ্ঠিত
হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক
বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার এফএভিপি ও শাখা প্রধান মোঃ আকরামুল
ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পল্লী
উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ কে এম আজাদ, সহকারি প্রকল্প কর্মকর্তা
মোঃ আব্দুল হান্নান, অত্র ব্যাংকের জুনিয়র ইউনিট অফিসার মোঃ রেজাউল করিম প্রমূখ। প্রধান অতিথি ক্যাম্পেইনের লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।