ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি উদ্যোগে গাজীপুর দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসায়
একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ শফিকুল ইসলাম
এস,আই ভাটারা,থানা,ডিএমপি, ঢাকা।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ সোহেল আরমান
সাংগঠনিক সম্পাদক,ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্ব করেন,
জনাব প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন
সভাপতি দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা গাজীপুর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ধূমপান একটি মরন ব্যাধি এই ধূমপানের কারণে আমাদের যুবসমাজ আজ ধংষের দিকে যাচ্ছে। তাদেকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন বাংলাদেশকে ধূমপান মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই অরাজনৈতিক সামাজিক আন্দোলন করতে হবে। এছাড়া বক্তারা ধূমপানের ক্ষতিকারক বিষয়ে আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,
মোঃ কামরুজ্জামান,মহতামীম দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা গাজীপুর।
ক্বারি মাওঃ শরীফ হাসান,দায়িত্বশীল ক্যাডেট ও বালিকা,দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা গাজীপুর। মুফতী সিদ্দিকুর রহমান,দায়িত্বশীল কিতাব বিভাগ। হাফেজ এনামুল হাসান,দায়িত্বশীল হিফজ।
মাওঃ ইকবাল হোসাইন,অফিস ও ব্যবস্থাপনা প্রধান। জনাব শাহ জামাল, দায়িত্বশীল প্রি ক্যাডেট।
হাফেজ সুলাইমান হুসাইন,সহকারী শিক্ষক,হাফেজ সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক,
মুফতী শহীদুল ইসলাম সহকারী শিক্ষক।
মাওঃ মোবারক হুসাইন,সহকারী শিক্ষক।
হাফেজ ক্বারি সেলিম আহমাদ,নাযেমে দারুল একামা। ক্বারি মাওঃ কাওসার আহমাদ, সহকারী শিক্ষক।
ক্বারি মাওঃ রেজওয়ান হক,সহকারী শিক্ষক।
জনাব আঃ সালাম,সহকারী শিক্ষক।
জনাব বেলাল হোসেন, সহকারী শিক্ষক।
জনাব মোঃ ইলিয়াস, সহকারী শিক্ষক।
মোঃ জহুরুল ইসলাম,
মোঃ আব্দুর রাজ্জাক,সহকারী বাবুর্চি।
মোঃ সোহাগ, দপ্তরী।
মোঃ মোসলেম উদ্দিন, নাইট গার্ড।
হাফেজ বেলায়েত হোসেন,হাফেজ আসাদুল ইসলাম, হাফেজ মাওঃ তানভীর আহমাদ, সহ আরো অনেকে।