গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক টিপু। গত ১৩ মার্চ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে আব্দুর রাজ্জাক টিপু চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এব্যাপারে দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক টিপুকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা তাকে বিজয়ী করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো।
প্রসঙ্গতঃ ঘোষিত তফসীল মোতাবেক তালোড়া ইউনিয়নে আগামী ১১এপ্রিল ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার ১০হাজার ৯’শ ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫হাজার ৪’শ ৯১জন ও মহিলা ভোটার ৫হাজার ৪’শ ৬৯জন।
