এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের শেখেরকোলা ওউনিয়নের তেলিহারা পশ্চিমপাগায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই ইউপি সদস্য আহতের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩মার্চ)^ দুপুর আনুমানিক ১টায় উল্লেখিত গ্রামের মৃত আজিজার রহমান পাইকাড়ের ২য় পুত্র শেখেরকোলা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য সহিদুল ইসলাম সে বাড়ীর পাশে পৈত্রিক জমির উপর মালটা চাষ জমিতে পানি সাপ্লাই করতে মিস্ত্রীদ্বারা শ্যালো ইঞ্জিন চালিত মেশিনের বডিং স্থাপন করছিলেন। এসময় তার বড় ভাই রেজাউল করিম পৈত্রিক জমিতে বডিং করতে নিষেধ করেন। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরপর রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে একটি দা নিয়ে এসে সহিদুল ইসলামের হাঁটু বরাবরে কোপ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এসময় স্থানীয় লোকজন ইউপি সদস্য সহিদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার এস আই এ শেখেরকোলা ইউপি’র দ্বায়িত্বপ্রাপ্ত বিট পুলিশের ইনচার্জ সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স।