নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি ঃ
শুক্রবার সকালে বগুড়ার নন্দীগ্রামের বুড়ইল গ্রামে নিজস্ব জায়গায় উপর ঈদগাহ মাঠের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। বুড়ইল দক্ষিণপাড়া জামে মসজিদের মতোয়াল্লী নাসির উদ্দিন মাষ্টার, সাইজুদ্দিন, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও বুড়ইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন বুলু, ৫নং ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক হাশেম, বিএনপিনেতা বেলায়েত হোসেন আদর সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।