কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। বুধবার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিকে সামনে রেখে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ , উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।