জবি প্রতিনিধিঃ সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিস্কৃত তিথি সরকার প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন -২০০৫ এর ধারা ১১ ( ১০ ) এর উপাচার্য মহােদয়ের ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমােদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কার করা হলাে।
এছাড়াও কেনো তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না , তা লিখিত ভাবে আগামী ১০ দিনের মধ্যে রেজিস্ট্রার দফতর বরাবর জানানাের জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হয় অভিযুক্তকে।
আআস/
- আশি কিংবা নব্বই দশকের স্কুল-কলেজ পড়ুয়া যে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, কোন কলমে লেখা শুরু করছেন? তবে নিশ্চিত থাকুন উত্তরটা আসবে, ইকোনো। ইকোনো, আশি-নব্বইয়ের দশকের সবার কাছে শুধুমাত্র বলপেনই নয় বরঞ্চ নস্টালজিয়ার নাম। তাহলে কেনো হারিয়ে গেলো ইকোনো বলপেন, জানতে ক্লিক করুন লিংকে,