নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ এর অন্যতম শক্তিশালী ইউনিট শেরপুর জেলা শাখা ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সাক্ষরিত এ কমিটিতে পদ পেয়েছেন জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গার ৬ মেধাবী মুখ।
ভায়াডাঙ্গার ৬ জন হলেন, সহ-সভাপতি রাশেদ হাসান লিমন, ছাত্রী সম্পাদক নিশাত শালিমা শালু, উপ-সাহিত্য সম্পাদক আলমগীর হোসাইন আপেল ,
উপ-ক্রীড়া সম্পাদক রিহাদ রহমান, উপ-সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান লিমন এবং সহ-সম্পাদক পদে সোহেল রানা মনোনীত হয়েছেন।
পদ প্রাপ্ত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি।
রাশেদ হাসান লিমন বলেন,”সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে চাই। শেরপুর জেলা তথা শ্রীবরদী উপজেলার সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের পাশে থাকতে চাই।”