নোবিপ্রবিসা‌সের অ‌ফি‌সে হামলা ও ভাংচুরের ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

জাফর আহমেদ শিমুল, ডিআইইউ প্র‌তি‌নি‌ধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।গত শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) প্রচার ও দপ্তর সম্পাদক এর স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে ডিআইইউসাস এর সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক ওয়াহিদ তৌসিফ (মুছা) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআইইউসাস নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিপক্ষে সৎ ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের অধিকার আদায়ে নোবিপ্রবিসাস বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

আমরা জানতে পেরেছি,উদ্দেশ্য প্রণোদিতভাবে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এই ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একই ভবনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও ছাত্র পরামর্শ নিদের্শনার বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এমন গুরুত্বপূর্ণ দপ্তরের সাথে একই ভবনে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দূর্বলতার বহিঃপ্রকাশ অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌন‌ সম্মতিতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। প্র‌তিবাদ‌ লি‌পিআমরা এমন কাপুরুষোচিত ও নিকৃষ্ট ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নোবিপ্রবি প্রশাসন দ্রত এ ঘটনার‌ সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা রাখছি। এছাড়া পরবর্তীতে অন্য কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে সাংবাদিক সংগঠন বা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাঙচুর বা অফিস উচ্ছেদের মত ঘটনা ঘটলে দেশের সকল ক্যাম্পাস সাংবাদিক সংগঠন, জাতীয় সাংবাদিক সংগঠন, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *