কাদায় ভরা রাস্তা, চরম দূ‌র্ভো‌গে জনগণ

নবিন ইসলাম, শেরপুর প্র‌তি‌নি‌ধি: রাস্তার উপর এক হাঁটু কাদা। তার মধ্যে আবার কোথাও জমে রয়েছে পা‌নি। এই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে বাজার করতে হচ্ছে কর্তাদের। ধান বোঝাই ভ্যান, সাইকেল, মোটরবাইক ও অটোগুলিও বিপজ্জনকভাবে চলছে। কিন্তু রাস্তার যা অবস্থা তাতে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।

‌শেরপুর জেলার শ্রীবরদী উপ‌জেলার রাণী‌শিমূল ইউ‌নিয়‌নের মালা‌কোচা গ্রাম থে‌কে হাতিবর ও সিংহদানি পর্যন্ত আবার প‌শ্চিম বিলভরট হ‌তে তেঁতু‌লিয়া ও হা‌তিবর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য। রাস্তার মধ্যে গর্ত তৈরি হয়েছে।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, মালা‌কোচা নুরুল চেয়ারম্যা‌নের বা‌ড়ি থে‌কে হাতিবর জয়নাল হাজীর বা‌ড়ি পর্যন্ত; আবার প‌শ্চিম বিলভরট থে‌কে তেঁতু‌লিয়া দি‌য়ে সিংহদানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য। রাস্তার মধ্যে গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা রাস্তায় বেরোতে পারছি না। প্রত্যেকদিন গাড়ি রাস্তায় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এই রাস্তায় কোনও অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছে না। বাধ্য হয়ে কোলে করে রোগী নিয়ে যেতে হচ্ছে।’ অবিলম্বে রাস্তা সংস্কারে উদ্যোগী হোক প্রশাসন বলে দাবি এলাকাবাসীর।’

এ বিষ‌য়ে রাণী‌শিমূল ইউ‌নিয়‌নের আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনুয়ার পার‌ভেজ বলেন, ‘রাস্তাটি খুবই প্র‌য়োজনীয় এক‌টি রাস্তা। বর্তমা‌নে এ‌টি এখন সত্যিই বিপজ্জনক। আমরা কিছু‌দিন আ‌গে কিছু বালু ফেল‌ছিলাম; তার পরও কাদা ক‌মে‌নি। এই রাস্তা বিষ‌য়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃ‌ষ্টি কামনা ক‌রি।’

এ বিষ‌য়ে রাণী‌শিমূল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মাসুদ রানা ব‌লেন, ‘রাস্তা‌টি পাহা‌ড় থে‌কে এ‌সে‌ছে। রাস্তা‌টি খুবই প্র‌য়োজনীয় এক‌টি রাস্তা। প্র‌তি‌দিন হাজার হাজার মানুষ, গা‌ড়ি রাস্তা দি‌য়ে যাতায়াত ক‌রে। রাস্তা‌টি কাদার কার‌ণে যাতায়া‌তের অনুপ‌যোগী হ‌য়ে গে‌ছে। রাস্তা‌টি সংস্কা‌রের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দ্বাবি জা‌না‌চ্ছি। ‘

রাস্তার বেহাল দশা

শ্রীবরদী উপ‌জেলা এলজিই‌ডি এর প্র‌কৌশ‌লী জাহাঙ্গীর হোসাইন ব‌লেন, ‘রাস্তা‌টি সম্প‌র্কে আমা‌দের জানা নেই। ত‌বে আমরা খেঁাজ নিয়ে দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *