জ‌বি শিক্ষার্থীর চিকিৎসায় প্রয়োজন ১২ লক্ষ টাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টার এর শিক্ষার্থী আহম্মদ আলী কোলন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন। বন্ধু আহম্মদ আলী গত ১০ ডিসেম্বর পেটের সমস্যা নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসাপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার উন্নতি না হলে ১৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়। এতে পেটে একাধিক টিউমার অপারেশন করা হয়। পরবর্তীতে সেই টিউমারের ‘বায়োপসি টেষ্ট’ করে কোলন ক্যান্সার কোষ সনাক্ত করা হয়। এতে তার Adenocarcinoma, grade-2 ধরা পড়ে।


বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজও হাসপাতালে সার্জারী বিভাগের ইউনিট -২ এ ২১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। কয়েকদিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজও হাসাপাতালের রেডিওথেরাপি বিভাগে কেমোথেরাপি দেয়া শুরু হবে। ডাক্তারের সাথে কথা বলে জানা গেছে তার প্রায় ৮ থেকে ১০ টি কেমো সাইকেল লাগতে পারে। এতে প্রতি কেমোতে প্রায় ৮০ হাজার টাকা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাসহ প্রায় ১২ লক্ষ টাকা লাগবে।
আহম্মদ আলী আমার বন্ধু। ক্যাম্পাসে কত স্মৃতি তার সাথে।উন্মুক্ত পাঠাগারে যাকে সবসময় পাওয়া যেতো সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি!
যে সময়ে নিজ পরিবারের দায়িত্ব নেয়ার কথা ছিল। সেভাবেই আগাচ্ছিল আহম্মদ আলীর লেখাপড়া ও চাকুরীর প্রস্তুতি। কিন্তু হঠাৎ ভাগ্যাকাশে কালোমেঘের ঘনঘটা।ক্যান্সার নামক মারণব্যাধিতে আক্রান্ত। যে ছেলেটি ক্যাম্পাসে ছিল প্রাণ চঞ্চল হাসি খুশি। ছিল নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত যোগাযোগ। সেই কিনা ক্যান্সারে আক্রান্ত। একটু মানবিক সহয়তায় পারে তার প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে।
আহম্মদ আলীর বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। বাবা মায়ের ২ সন্তানের মধ্যে সেই বড়। ছোট ভাই এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তার বাবা ইটভাটার শ্রমিক। তার বাবার পক্ষে এতো টাকায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। আমি আমার বন্ধুর জন্য সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানাচ্ছি।
মানবিক সহায়তা পাঠানার ঠিকানা
বিকাশ ও রকেট = 01744822533-5 (জবি, ১০ম ব্যাচ)
বিকাশ ও নগদ = 01517828720
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট,
Ariful Islam Murad,
A/c No: 1361050032213
Student Savings Account,
Nayabazar Branch, Dhaka
Islami bank
Ac name: A. B. M. Rezai Rabbi
Ac no. 26805
Head Office complex

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *