জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) তৃতীয় ফটকের পাশে অবৈধ বাসস্ট্যান্ড থাকায় ভোগান্তির শেষ নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণের। তাছাড়া,ফটকের দেয়াল ঘেঁষে বসে বিভিন্ন ধরনের ফেরিওয়ালা, যা দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তৃতীয় ফটকটির সামনের রাস্তা বেশ কয়েকটি পরিবহন কোম্পানির বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার করায় ভোগান্তিতে পড়ছে মানুষ। জবির সামনের এই রাস্তায় সাভার পরিবহন, তানজিল, ভিক্টর, আজমেরী গ্লোরী, স্কাইলাইন, বিহঙ্গ,স্বজন পরিবহন বাস রাখে। এই জায়গায় পরিবহনগুলোর মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। ফলে দেখা দেয় দীর্ঘ জ্যাম।তাছাড়া,প্রধান ফটকের পর বাংলাদেশ ব্যাংকের দেয়াল ঘেঁষে শুরু করে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের সামনে পর্যন্ত বসেছে বিভিন্ন ফেরিওয়ালার দোকান এমনকি তৃতীয় ফটকটির সামনে নেই কোনো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী
এ ব্যাপারে পুলিশকেও নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
একজন বাস চালক বলেন,এখানে দাঁড়ালে যাত্রী পাওয়া যায়, যাত্রীদেরও সুবিধা হয়।
বিশ্ববিদ্যালয়ের ফটক ঘেঁষে বসা একজন বিক্রেতাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন,”এখানে মানুষের যাতায়াত বেশি তাই বিক্রি করলে বেশ কিছু পয়সা পাওয়া যায়।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,”আমাদের এই ফটকে অনেক ভীড় থাকে। যদি এসব ফেরীওয়ালাদের দোকান ও বাস স্ট্যান্ড না থাকতো তাহলে আমাদের চলাফেরা করতে সুবিধা হতো। এ ব্যাপারে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি”।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন,”বিশ্ববিদ্যালয়ের ফটকে বাসস্ট্যান্ড ও দোকান বসার নিয়ম নেই।যাতে সবাই ভালভাবে চলাচল করতে পারে সে ব্যাপারে ব্যাবস্থা নিব।”