আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়‌নি গাজীর খামার সঃ প্রাঃ বিদ্যালয়ে

নিজস্ব প্র‌তি‌বেদক: সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দিলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়‌নি গাজীর খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

‌শেরপুর জেলা সদ‌রের এক‌টি ঐ‌তিহ্যবাহী প্রাথ‌মিক বিদ্যালয় গাজীর খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়। সারা দে‌শের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন কর‌লেও প্র‌তিষ্ঠা‌নে শ্রদ্ধা নিবেদন তো দূরে কথা; জাতীয় পতাকা ও উত্তোলন পর্যন্ত করেন নি ব‌লে অ‌ভি‌যোগ গ্রামবাসীর।

এ বিষ‌য়ে তীব্র নিন্দা জানিয়ে ৪নং গাজির খামার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী বলেন, “এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আদেশ অমান্য করে কোমল মতি শিশুদের ১৯৫২ সালের ২১ ফ্রেরুয়ারী সম্পর্কে ধারণা না দিয়ে জাতিকে ধ্বংস মুখে ঠেলে দিচ্ছে।”

এ বিষ‌য়ে গাজীর খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একা‌ধিকবার ফোন দি‌লেও ফো‌নে পাওয়া যায়‌ নি।

উ‌ল্লেখ্য, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দিবসটি পালনে সব স্কুল-কলেজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়, ২১ ফেব্রুয়ারি সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সময় তা নামাতে হবে। পতাকা অর্ধনমিত রাখতে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।

দিবস পালনে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রেখে ব্যবস্থা নিতে বলছে মাউশি। নির্দেশনায় বলা হয়েছে, সব জেলা-উপজেলা সদরে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জাতীয় কর্মসূচির মঙ্গে সঙ্গতি রেখে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করবে।

একেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পাঁচ জন শিক্ষক-শিক্ষার্থীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *