শ্রীবরদী‌তে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

‌নিজস্ব প্র‌তি‌বেদক: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব অর্থায়‌নে বাস্তবা‌য়িত বিনা-৪ সরিষার প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপ‌জেলার রাণী‌শিমূল ইউনিয়নের মালাকুচা গ্রামের আলহাজ্ব জয়নাল আ‌বেদীন এর বা‌ড়ি‌তে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌র কর্তৃক আ‌য়োজিত অনুষ্ঠা‌নে সভাপতিত্ব ক‌রেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অ‌ফিসার জনাব মোঃ হুমায়ুন দিলদার।

                                  মাঠ দিব‌সের একাংশ

ভোজ্য তেলের ঘাটতি ও আমদানী নির্ভরতা কমানোর লক্ষে স্বল্প মেয়াদী ও অধিক ফলনশীল বিনা সরিষা-৪ এর উৎপাদন ,বহুল প্রচার ও চাষীদের মাঝে এর আবাদ কৌশল জনপ্রিয় করাই ছিল এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য। আশপাশের গ্রামের চাষীদের মাঠ দিবসের মাধ্যমে একত্র করে প্রর্দশনী প্লটের এই সরিষার চাষাবাদ কৌশল, আন্তঃ পরিচর্যা,ফসলের বাস্তব অবস্থা ইত্যাদি সম্প‌র্কে কৃষকদেরকে দিক নি‌র্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্ত‌ব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ হুমায়ুন দিলদার ব‌লেন, “আমরা আজ ভেজাল তেল খে‌য়ে গ্যাট্রিক সহ নানা রু‌গে আক্রান্ত হ‌চ্ছি। আমা‌দের শ‌রীর সুস্থ্য রাখার জন্য স‌রিষা তে‌লের বিকল্প নেই। আমরা স‌রিষা আবাদ ক‌রে খঁা‌টি তেল খে‌তে পা‌রি। কৃ‌ষি সম্প‌র্কিত যে কো‌নো পরাম‌র্শের জন্য আমা‌দের কৃ‌ষি অ‌ফি‌সের সা‌থে যোগা‌যোগ কর‌বেন।”

অনুষ্ঠানে আ‌রো বক্তব্য রা‌খেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হা‌কিম ও মোঃ হা‌বিবুর রহমান। আ‌রো বক্তব্য রা‌খেন রাণী‌শিমূল ইউ‌নিয়‌ণের সা‌বেক চেয়ারম্যান জনাব মোঃ আমান উল্লাহ সহ আ‌রো অ‌নে‌কে। অনুষ্ঠা‌নে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *