আরমান হাসান: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আকবরিয়া পাবলিক পাইলট (এপিপি) ইনস্টিটিউশনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের ২য় তলার ছাদ ঢালাই এর কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তার এ ছাদ ঢালাই এর কাজ উদ্বোধন।
এ সময় এসএমসি এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী শাখার সভাপতি জনাব আশরাফ হোসেন খোকা, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মোশারফ হোসেন , সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শেরপুর,অত্র স্কুলের প্রধানশিক্ষক জনাব মোঃ আব্দুর রউফ মহোদয়সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।