আরমান হাসান: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত ব্রি-৮৭ ধান এর প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের বাঘহাতা গ্রামের মাওলানা মোজাম্মেল হকের বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশিমূল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম ফকির লিপন মিয়া এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ হুমায়ুন দিলদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ হুমায়ুন দিলদার কৃষকদের কৃষি সম্পর্কৃত নানা দিক নিয়ে আলোচনা ও পরামর্শ দেন । এছাড়াও কৃষি সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য কৃষি অফিসের সাথে যোগাযোগ করার আহব্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাবা নুসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার জনাব মোঃ কাওছার আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুল হাকিম ও মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।