‌শেরপুর জেলা জ‌বিয়ান ফোরা‌মের উ‌দ্যো‌গে ইফতার বিতরণ

বাংলাদেশের অন্যতম বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ব‌বিদ্যাল‌য়ের শেরপুর জেলার বর্তমান ও সা‌বেক শিক্ষার্থী এবং বি‌ভিন্ন জেলা থে‌কে শেরপু‌রে কর্মরত‌ জ‌বিয়ান‌দের সংগঠন ‘‌শেরপুর জেলা জ‌বিয়ান ফোরা‌ম’ এর উদ্যোগে শেরপুরে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে) শেরপুরের নিউমার্কেট, হাজীরদোকান সহ বিভিন্ন স্থানে শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন করেছে শেরপুর জেলা জবিয়ান ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও শেরপুর জেলা জবিয়ান ফোরামের উপদেষ্টা আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর জেলা জবিয়ান ফোরামের সভাপতি জসিম উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মহন বল,বিশিষ্ট সাংবাদিক হাকিম বাবুল, শেরপুর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও শেরপুর জেলা জবিয়ান ফোরামের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন সোহেল, শেরপুর জেলা জবিয়ান ফোরামের সাধারন সম্পাদক রাকিব হাসান লেনিন,সাংগাঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক আব্দুল আজিজ আকাশ ও সহ গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মুজাহিদ বিল্লাহ । এ ব্যাপারে শেরপুর জেলা জবিয়ান ফোরামের সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা জবিয়ান ফোরাম থেকে শতাধিক মানুষের মাঝে ইফতার দিয়েছি। এই করোনাকালে আপনারা যে যেভাবে যতটুকু পা‌রেন মানুষের পাশে দাড়ান। মানুষ মানুষের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *