আব্দুল হাদী, জেলা প্রতিনিধি, নীলফামারী
উত্তরের জেলা নীলফামারীতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী আরও ৮৫ হাজার ডোজ টিকা পৌঁছেছে। যার বেশিরভাগেই দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে বলে জানানো হয়।
শনিবার (০৪ সেপ্টেম্বর) নীলফামারী জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি জানান, গতকাল শুক্রবার নতুন করে ৮৫ হাজার ডোজ কোভিড-১৯ টিকা তাদের কাছে পৌঁছেছে। এগুলো চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা। এগুলোর মধ্যে প্রায় ৭০ হাজার ডোজ টিকা দেওয়া হবে দ্বিতীয় ডোজ হিসেবে। আর বাকী যেগুলো থাকবে সেগুলোও বিভিন্ন সময় রেজিস্ট্রেশন করে যারা পাননি তাদের দেওয়া হবে।
তাদের হাতে কি পরিমাণ টিকা মজুদ আছে জানতে চাইলে তিনি বলেন, এস্ট্রাজেনিকার প্রায় ৫৫ হাজার টিকা আমাদের কাছে এখনও মজুদ আছে। এগুলোর সব প্রথম ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। এই টিকা আগামী ১০দিন পর্যন্ত চালানো যাবে। এর মধ্যে আবারও টিকা চলে আসবে। তাতে আসা করছি করোনা টিকা সংকট হবে না।
মানুষ বেশি বেশি করে টিকা নিতে আগ্রহী হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা এক কেন্দ্রে টিকা দিতে গিয়ে অনেকটা ঝামেলার মধ্যে পড়ছি। কারণ মানুষের টিকা নেওয়ার আগ্রহ রয়েছে প্রচুর। এই একটি কেন্দ্রে আমরা গড়ে ৫ থেকে ৭ হাজার টিকা দিয়ে আসছি।
এএইচ/আরআই