জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীতে ময়নুল ইসলাম (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মৃত ব্যক্তি নীলফামারী বড়বাজারের একটি বহুতল ভবনে কাজ করতো।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর ছয়টায় সদরের বড় বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ময়নুল সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বাসিন্দা।
মৃতব্যক্তির ভাই মানিক ইসলাম বলেন, আমার ভাই ইপিজেটের একটি কোম্পানিতে কাজ করতে। করোনায় বন্ধ থাকায় পরবর্তীতে সে রাজমিস্ত্রির কাজ করে।
তিনি বলেন, গতরাত ১টার দিকে ভাইরে বউ বাসায় আমাকে ডেকে বলল তোমার ভাই এখনও বাসায় ফিরেনি। পরে আমরা খুঁজতে বের হই। সারারাত খুঁজে অবশেষে ভোর ছয়টায় তার মরদেহ খুঁজে পাই।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, আমরা সব জায়গায় খুঁজে যখন পাইনি। তখন আমি ও আমার আরেক ভাই নির্মাণাধীন ভবনের নিচতলায় লিফট হাউজের জমানো পানিতে খুঁজে দেখি সে পানিতে ঢুলবে আছে। পরে আমরা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ পানি থেকে তুলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লাশটি পেয়েছি। আমরা তার শরীরে কোন জখম পাইনি। আমরা লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।
আব্দুল হাদী/আরআই