শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্র‌তি‌বেদক: শেরপুরে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (১১ সে‌প্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।

তিনি বলেন, সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। দেশে করোনা মহামারি শুরু থেকে করোনা সংক্রমণরোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমের দিক নির্দেশনায় আমাদের পথ চলা। ওয়ান ইলেভেনের অবৈধ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে স্বেচ্ছাসেবক লীগের উল্লেখযোগ্য কাজের বিবরণ তুলে ধরেছেন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। যার ফলে দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতির যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে শেরপুরের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ইরান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ এহতেশামুল হক সুমন, স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি তানভীর আহম্মেদ।

এছাড়াও, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন আহম্মেদ, অজয় চক্রবর্তী জয়, রকিব হাসান লেনিন, সরোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমূখ বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *