নড়াইলে নোটিশ ছাড়াই ইটের ভাটা ভেঙ্গে দিলো পরিবেশ অধিদপ্তর খুলনা

নড়াইলের কালিয়া উপজেলার বিলদুড়িয়া গ্রামে অবস্থিত(এস এম বি ব্রিকস) বিনা নোটিশে ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তর খুলনা ও যশোরের বিরুদ্ধে।

তবে অভিযোগটি অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুলাই) পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান ও পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ কামরুজ্জামান সরকার এই উচ্ছেদ অভিযান চালান।

অভিযোগ উঠেছে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে এ অভিযান পরিচালনা করা হয়৷ যদিও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী কোন স্থাপনা ভাংচুর বা সরানোর আগে মালিকপক্ষকে অবহিত করতে হবে৷

এ সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী আফরোজা খানম শোভা বলেন – সরকারি ভাবে হোক বা বেসরকারি ভাবে হোক কোন স্থাপনা নষ্ট করার আগে অবশ্যই মালিকপক্ষকে অবগত করার আইন রয়েছে৷

সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইট ভাটার মালিক, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম বলেন- ” কোন রকম পূর্ব নোটিশ বা সতর্কতা ছাড়াই আমার স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে৷সরকারি নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন থাকা সত্বেও করোনা ভাইরাসের কারনে তা প্রক্রিয়াধীন রয়েছে৷ হঠাৎ করেই এমন অভিযানে আমার প্রায় ৫০-৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান- কালিয়া পৌরসভার ভিতর, সমির শাহা ইট ভাটা, কোমলা কির ইট ভাটা, মুছার ইট ভাটা, হাবির ইট ভাটা নিয়ম না মেনে চললেও তাতে ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের৷ বে-আইনী ভাবে পর্দার আড়ালে তাদের দেয়া হচ্ছে অবৈধ সুবিধা৷
আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পূর্ব নোটিশ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবী মনিরুলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *