জবিতে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, শুরু হয়েছে পরীক্ষা

জবি প্রতিনিধি: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রকোপে আকস্মিকভাবেই থমকে যায় বিশ্ব। থেমে যায় দেশের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও (জবি)। করোনার এ দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রথম দিনই ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রধান ফটক ও বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষকগণ। এছাড়া বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) ছাত্রছাত্রীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বরণ করে নেন বি‌ভিন্ন বিভাগের শিক্ষকগণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন বিভাগে ঘুরে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কুশল বিনিময়সহ পরিক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীসহ সবাইকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। এছাড়াও প্রায় ১৯ মাস পর আজ ক্যাম্পাস মেতেছিল উৎসবের আমেজে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আসে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। শিক্ষার্থীরা বাস থেকে নেমে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ও ক্যাফেটেরিয়ায় বসেও শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বলেন, না‌হিদ হাসান ব‌লেন “আজ থে‌কে আমা‌দের প‌রিক্ষা শুরু হ‌য়ে‌ছে। এমন দিনটার জন্যই অ‌পেক্ষা কর‌তে‌ছিলাম আমরা। অ‌নেক‌দিন পড় ক্যাম্পা‌সে আসা‌তে সব বন্ধু‌দের সা‌থে দেখা হ‌চ্ছে। নব মি‌লি‌য়ে অ‌নেক ভা‌লো লাগ‌ছে।”

এ বিষয়ে জ‌বি প্রক্টর ড.মোস্তফা কামাল ব‌লেন, “বিশ্ব‌বিদ্যা‌ল‌য়ে আমা‌দের শিক্ষার্থীরা প‌রিক্ষা দি‌তে আসা‌তে আমা‌দেরও ভা‌লো লাগ‌ছে। আমরা চেষ্টা কর‌ছি ক্লাস নেওয়ার জন্য।’

শিক্ষার্থীদের বরণ করার সময় সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর এবং সহকারী প্রক্টর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *