জবিতে ছয় দিনের ক্যাম্পিংয়ে টিকা পেলো ১৯৬০ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে ছয়দিনে টিকা পেয়েছে মোট এক হাজার ৯৬০ শিক্ষার্থী। সহজেই টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

অপরদিকে টিকার রেজিষ্ট্রেশনের জন্য যেসব শিক্ষার্থীর এনআইডি ছিলোনা তাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এনআইডি নিবন্ধন বুথ স্থাপন করা হয়েছে। এনআইডি না থাকায় এর পূর্বে যারা টিকার রেজিষ্ট্রেশন করতে পারেনি তারাও এনআইডি নাম্বার নিয়ে কেন্দ্র থেকেই রেজিষ্ট্রেশন করে টিকা নিতে পেরেছে।

জানা যায়, গত ৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য নির্ধারিত ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্য দেওয়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এনআইডি না থাকা, তথ্য দেওয়ার প্রক্রিয়া না জানাসহ একাধিক কারণে অধিকাংশ শিক্ষার্থীই তথ্য দিতে পারেনি। পরে আরও কয়েক ধাপে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।  তবে সুরক্ষা অ্যাপে আবেদনের নির্দিষ্ট প্রক্রিয়া না জানায় অনেক শিক্ষার্থীই রেজিষ্ট্রেশন করতে পারেনি। এসব জটিলতা কাটাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

গত ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনে অস্থায়ী টিকা কেন্দ্র উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। প্রথমে পাঁচ দিনব্যাপী টিকা প্রদানের কথা থাকলেও শিক্ষার্থীদের চাহিদা থাকায় এই কার্যক্রম একদিন বাড়ানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমরা অনেক খুশি আমাদের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পেরে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করেছি।

জবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *