জবিতে নানা আ‌য়োজ‌নে বুদ্ধিজীবী দিবস পা‌লিত

জ‌বি প্রতিনিধি: শহীদদের স্মরণে নানান আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি এবং কর্মচারি সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্প‌ণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগীত বিভাগের উদ্যোগে সংগীত পরিবেশনার মধ্যদিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বক্তব্য প্রদান করেন।

ডেপুটি রেজিস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি এরশাদ মিয়া প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী-এর পুত্র আসিফ মুনির তন্ময় এবং রাশিদ-উল-হাসান-এর কন্যা রোকাইয়া মিলি মুখ্য বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। বক্তারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য সরকারের কাছে জোড় দাবি জানান। সেই সাথে পাঠ্যপুস্তকে শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বিশদ আলোচনা অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *