সাবরিনার মৃত্যু: শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

জবি প্রতিনিধি: সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ঢাকায় আসার সময় নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে সাবরিনার সহপাঠীরা।

মোমবাতি প্রজ্জ্বলন করে সাবরিনার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন তার সহপাঠীরা। অনেকেই সাবরিনার স্মৃতিচারণ করতে থাকেন। মোমবাতি প্রজ্জ্বলন শেষে সাবরিনার মৃত্যুতে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মোমবাতি প্রজ্বলনের সময় মাহফুজ নাফি নামে সাবরিনার সহপাঠী বলেন, সাবরিনার স্মরণে আমাদের আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, যেন সাবরিনা হত্যার জন্য দায়ীদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হয় এবং অতিসত্বর তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। যতদিন এই ব্যবস্থা করা হবে না ততদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে।

সাবরিনার আরেক সহপাঠী রিফাত আরা খন্দকার বলেন, সাবরিনা আমাদের অনেক ভালো বন্ধু ছিলো। তার মৃত্যুতে তার পরিবার অনেকটাই ভেঙে পড়েছে। আমরা সবাই তার পরিবারের পাশে আছি। নিয়মিত খোঁজখবর নিচ্ছি। সাবরিনার হত্যার বিচার নিশ্চিতে সবসময়ই পাশে থাকবো।

এর আগে শনিবার নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতুর মৃত্যু হয়েছে। তিনি জবির সাংবাদিকতা বিভাগে তৃতীয় বর্ষে পড়তেন। স্থানীয়রা তাৎক্ষণিক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপনকে আটক করে পুলিশ। দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *