লন্ডন স্কুল অফ ইংলিশের উদ্যোগে ‘ক্ষুদে শিল্পী-২০২১’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তাকিম ফারুকীঃ ভালো ছাত্র হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হতে না পারলে সব অর্জন বৃথা। নতুন প্রজন্মরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।

বুধবার লন্ডন স্কুল অব ইংলিশ এর বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২১ এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এসব কথা বলেন।
অধ্যাপক ড. আখতারুজ্জামান আরও বলেন,সংস্কৃতিমনিা, সৃজনশীলতা, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। সুশিক্ষা ও মানবিকতার অভাবে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। তরুণ প্রজন্ম মাদকসহ অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে। সামাজিক অবক্ষয় রোধে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহব্বান জানান।

কেরানীগঞ্জের সর্ববৃহৎ এই চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নাসির হোসেন, এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ এডিটর মুন্নি সাহা, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শাহ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাট মিয়াসহ আরও অনেকে।

বিশেষ অতিথির বক্তব্যে মুন্নি শাহা বলেন,
শৈশব হোক আনন্দময়, শিক্ষা হোক সবার। তোমাদের বয়েসী অনেক শিশু-কিশোর আছে যারা এ সমাজব্যবস্থার বৈষম্যের শিকার হয়ে আজ স্কুলে যেতে পারছে না, যাদেরকে এ অল্প বয়সেই রুটি-রুজির জন্য কঠিন কাজ করতে হচ্ছে। সকল শিশুর জন্য শিক্ষার সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। সামাজিক কার্যক্রমে মনোনিবেশ করতে হবে।
উল্লেখ্য লন্ডন স্কুল অব ইংলিশ এর বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সমগ্র ঢাকা থেকে ১৩৯ টি স্কুল অংশগ্রহণ করে। ২৯ ডিসেম্বর রোজ বুধবার সকালে বাংলাদেশ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে বিজয়ীদেরকে পুরস্কার এবং প্রতিযোগীতায় অংশগ্রহনকারি প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন স্কুল অব ইংলিশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইয়ানুস মিয়া।
প্রতিযোগিতাটি ৪ থেকে ১৮ বছরের প্রত্যেক শিশুর জন্য উন্মুক্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *