জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ তথ্য জানান সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম সাদেক।
তিনি বলেন, জবি প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সাংবাদিক সংগঠন। সত্য প্রকাশে প্রেসক্লাব কখনো আপোস করে না। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ২০ জানুয়ারি নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জগেস রায়, তিনি বলেন, আগামী ২ দিনের মধ্যে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত্য ,ছবি, এবং পেপার কাটিং সহ অঙ্গিকার নামা জমা দিতে হবে। তাদের ভাইভা নিয়ে যাদেরকে যোগ্য বলে বিবেচিত হবে তাদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু বলেন, আমরা সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকারের পক্ষে। আশা করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গতিশীল নেতৃত্ব নির্বাচিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেবে।