সোনালী অতীত
এক পাড়াতেই বসত মোদের পাশে ছোট্ট নদী
নদীর ধারে ছেলে বেলায় খেলতাম সন্ধে অব্ধি।
খেলা শেষে বাড়ি ফিরতে হঠাৎ যদি হতো দেখা
দু চার কথা বলতে হেসে, ভাবতে তোমার সখা।
সকালবেলা আবার যখন স্কুলে যেতাম একসাথে
বাল্য গল্পে নানান কথায় উঠতাম আমরা মেতে।
মাঝে মাঝেই কত অদ্ভুত বায়না ধরতে আমার ঠাই,
মগ ডালের পাকা তেঁতুল,আম এখনি তাঁর চাই।
দিতে দেরি হলেই মুখ ভার করে পথে পরেছ বসে।
প্রিয়বালার মুখে হাসি না দেখে মনে কি শান্তি আসে
এমন যে কত মজার ঘটনা হইছে হাস্য খেলার ছলে
কিরকম দুষ্টুমি করতে যে তা এখনো সখিরা বলে।
কত যে স্মৃতি জড়ানো মোদের, মনে কি পরে অত?
ভুলতে গিয়ে ফিরে চেয়ে দেখি সবই কি ভুলার মত!
দিনের মত দিন চললো তোমারও বয়স বাড়লো,
হিসেব করি দেখি গেলো বৈশাখে ষোল পেরুলো।
আগে তো এমন করে কখনো ভাবিনি কোনোদিন
সোনালী সুদিন গত হয়ে যায় থাকে না হয়ে অধীন।
নাসির সিকদার
অর্থনীতি বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,ঢাকা।