জুবায়ের হাসান, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ সেশন (১৪ তম ব্যাচ) এর মেধাবী শিক্ষার্থী সামিয়া আক্তার কয়েকমাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন।
২০২০ সালের ২৮ অক্টোবর তার ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসা ভারতের ব্যাঙ্গালােরে ম্যানিলাল হসপিটালে করার উদ্যোগ নেয়া হয়েছে। চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন।সুব্রত মাছ কিনে দিতে হবে না
সামিয়া আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালে জানুয়ারি মাসে তার বড় ভাইয়ের ও ব্রেন টিউমারের চিকিৎসা ভারতের ব্যাঙ্গালােরে মানিলাল হসপিটালের করানো হয়। চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয়। তার পরিবার বর্তমানে আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়েছে যার জন্য সামিয়ার চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয়ে উঠছে না।
সহপাঠীরা জানায়, সামিয়া ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিলো। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত যোগাযোগ ছিলো তার। সেই কিনা ব্রেন টিউমারে আক্রান্ত তা ভাবাই যাচ্ছে না।
তারা আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনেই বড় স্বপ্ন থাকে। বাবা-মায়েরও অনেক স্বপ্ন-আশা থাকে তার সন্তানকে ঘিরে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পরিশ্রম করতে থাকে সেই সন্তান। কিন্তু ভাগ্য সবার সহায় হয়ে উঠেনা। মাঝে মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন করে তোলে। সেই কঠিন পরীক্ষার সম্মুখীন আমাদের সবার প্রিয় তুলি। হঠাৎ তার ভাগ্যাকাশে কালোমেঘের ঘনঘটা। ব্রেন টিউমার নামক মারণব্যাধিতে আক্রান্ত।
এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া আমাদের বন্ধুর চিকিৎসা করানো সম্ভব না। একটু মানবিক সহায়তাই পারে তার জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে। সামিয়া আক্তারের পরিবার ও তার বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
মানবিক সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগর নম্বরঃ 01684-727441 (ভাই)
রকেট নম্বরঃ 01684-727441-1
City Bank
Md. Abdul Ahad
A/C 2101492571001