জবির ভূগোল ও পরিবেশ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ‘মা‌ল্টি হ্যাজার্ড অ্যা‌সেসম্যন্ট এন্ড ম্যা‌নেজ‌মেন্ট ইন দ্যা কোস্টাল এ‌রিয়া অব বাংলা‌দেশ’ শীর্ষক পিএইচ‌ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিএইচডি’র গবেষক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব নিউটন হাওলাদার।

মঙ্গলবার (৮ ফেব্রুয়া‌রি) ভূগোল ও পরিবেশ বিভাগের কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারটি‌তে সভাপ‌তিত্ব ক‌রেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল কা‌দের। সেমিনারটি‌তে তত্ত্ববধায়ক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান।

সে‌মিনা‌রে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব নিউটন হাওলাদার। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল ‘উপকূ‌লীয় অঞ্চ‌লে বি‌ভিন্ন ধর‌নের দূ‌র্যোগ মূল্যায়ণ ও ব্যাবস্থাপনা’।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার। ইসলাম সহ বিভাগীয় শিক্ষক, সাংবা‌দিক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *